-2023-03-29-18-07-02.jpg)
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে সরকারি পাহাড় কাটার সময় মাটি ধসের ঘটনায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুহুরী পাড়াতে এ ঘটনা ঘটেছে।
নিহত রোহিঙ্গারা হলেন উখিয়ার বালুখালীর ১৪ নম্বর আশ্রয়শিবিরের বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে জাহেদ হোসেন (২২), ১৭ নম্বর আশ্রয়শিবিরের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে নুর কবির (৩০) ও ১৯ নম্বর আশ্রয়শিবিরের মো. ওয়ারেসের ছেলে সৈয়দ আকবার (৩৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে অবৈধভাবে তিনটার দিকে শ্রমিকেরা পাহাড় কাটা শুরু করেন।এর কিছু সময় পর উঁচু পাহাড় ধসে পড়ে।এতে ঘটনাস্থলেই মাটিচাপায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তিন যুবকের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পাহাড় নিধনের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: