ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ৩ শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ১৯:৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ১৯:৪৩

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া গ্রামের আরমাদা স্পিনিং মিলস লিমিটেড নামক কারখানায় নির্মাণাধীন বহুতল ভবনে লোহার রড উঠানোর সময় বিদ্যুৎস্পর্শে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মকুল মিয়ার ছেলে মনোয়ার হোসেন (২৫)।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইব্রাহিম খান বলেন, এই কারখানায় তার অধীনে ৬০ জন নির্মাণ শ্রমিক কাজ করছেন। এ দুর্ঘটনায় তিন শ্রমিক মারা গেছেন।

শ্রীপুর থানার এসআই ফুরকান মিয়া জানান, ঘটনাস্থলে এসে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

 
 
 


আপনার মূল্যবান মতামত দিন: