ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকারের অভিযানে ৫প্রতিষ্ঠান জরিমানা 

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩ ০৫:১১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩ ০৫:১১

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পবিত্র রমজান উপলক্ষে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা,বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার  মনিটরিং কার্যক্রম জোরদারকরণ ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠান জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৪এপ্রিল) দুপুর ১২টায় সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা সহকারী পরিচালক জনাব মো. আব্দুস সালাম। এসময় এলপিজি গ্যাস সিলিন্ডার এর মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দোকান দুটি ২হাজার টাকা করে   ৪হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া মিলন স্টোর ও মফিজ ফল ভান্ডার কে এই অপরাধে আরো করে ৪হাজার টাকা জরিমানা করা হয়। চিনি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূ্ল্যে বিক্রয় করা অপরাধে ৪০ ধারায় মধু পাল স্টোরকে ১ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।  মোট ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার৫শত টাকা জরিমানা করা হয় বলে জানায় ভোক্তা অধিকার। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা সহকারী পরিচালক জনাব মো. আব্দুস সালাম, মুদি দোকান, মুরগীর দোকান, কাঁচা বাজার, মাংসের দোকান,  ফলের দোকান, হোটেল রেস্তোরাঁ,গ্যাস সিলিন্ডারের দোকান সহ বাজার মনিটরিং অব্যাহত থাকবে ।



আপনার মূল্যবান মতামত দিন: