ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এতিম শিশুদের সঙ্গে তাহসানের ইফতার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ০৫:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ০৫:৫৮

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন। বিদ্যানন্দ  নিজেদের ফেসবুকে বিষয়টি জানিয়েছে। 

আজ রবিবার সকালে তাদের ফেসবুক পেজে শিশুদের সঙ্গে তাহসানের একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘আহারটা অনেকেই করতে চায় না অভাবী মানুষের পাশে বসে। কাজ শেষে চলে যেতে চান ইমার্জেন্সি কোনো কাজের অযুহাতে। অন্যকে আহার করানো যত সহজ, পাশে বসে করা তারচেয়ে বহুগুণে কঠিন। সবাই মানুষ, তবুও কিসে যেন বাধা।

‘বিদ্যানন্দ এই প্রথা ভাঙ্গতে চায়। একই সঙ্গে ইফতার করে পাশাপাশি বসে, উপভোগ করে সময়টুকু। তারকা ব্যক্তিত্ব তাহসান আজও এতিম শিশুদের মাঝে ইফতার করেছেন।’

এমন উদ্দ্যোগের জন্য বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন তাহসান।

 



আপনার মূল্যবান মতামত দিন: