ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আড়িয়াল বিলে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টে লক্ষাধিক টাকা জরিমানা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩ ০৪:০০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩ ০৪:০০

এমএ কাইয়ুম মাইজভান্ডারী:

মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গরবার (১১এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী খাল ও হাসাড়া ইউনিয়নের আলমপুরে আড়িয়াল বিলে খালের অংশে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মো. আবু বক্কর সিদ্দিক।

অভিযানে আড়িয়াল বিলে থেকে অবৈধভাবে কৃষি জমি ও খাল থেকে মাটি কেটে বিক্রির অপরাধে জড়িত ব্যাক্তিদেরকে ৪টি মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভুমি অফিসের কর্মকর্তা, শ্রীনগর থানার এসআই ও পুলিশ সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবক্কর সিদ্দিক বলেন,উপজেলার ফসলি জমি,জলাশয়,খাল, রাস্তা এবং সরকারি স্থাপনা রক্ষার্থে প্রশাসন এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত রাখবে।



আপনার মূল্যবান মতামত দিন: