ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলেসহ ৮ জন গ্রেফতার

odhikar patra | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ০৩:৪৭

odhikar patra
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ০৩:৪৭

মো. হামিদুল ইসলাম লিংকন:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছেলেসহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার রাতে ভবানিপুর বাজারে অভিযান পরিচালনা করে জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাঞ্চন গোড়াপির ছেলে রিশাদ আহম্মেদ ইমন (২৮) ও তার সাথে থাকা ইয়ার আলী সরদারের ছেলে এবং মন্নাফ গোরাপী ছেলে বাদশা গোরাপী (৬৭)কে ১শত ৪০ গ্রাম গাঁজা গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য কেনা বেচারা খবর পেয়ে অভিযান পরিচালনা করে গাঁজা সহ ৩জন ও ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে পুলিশ। পরোয়ানাভুক্ত পলাতক আসামী হেলেনা, উপজেলার চাইনপাড়া গ্রামের বাচ্চু শেখের স্ত্রী হেলেনা বেগম(৫৪), মন্নাফ শেখের ছেলে মুক্তার শেখ (৪০), মেয়ে আখি আক্তার (২৫), বাচ্চু শেখের ছেলে সজিব শেখ (২৭), বালুচর গ্রামের শামছুদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (২৭), পিতা-মৃত শামছুদ্দিন।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গাঁজা সহ গ্রেফতার করি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করি এবং ওয়ারেন্ট ভুক্ত ৫ পলাতক আসামীকে গ্রেফতার করি।সকল আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: