ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ০৫:৩৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ০৫:৩৬

মো. আমির হোসেন ঢালি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভকেট তাহমিনা আক্তার তুহিনের মমতাময়ী মা রোকেয়া বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়ছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি ৫ কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। রাত ৮ টায়  মরহুমার নিজ বাড়ি উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লা কান্দী বাউল বাড়ি আঙ্গিনায় মাঠে কয়েক শত মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে বাউল বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ,  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আবজালুর রহমান বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদের মহিলা সদস্য হেলেনা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহামুদ বাবু, বালুচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আমীর হোসেন ভান্ডারীসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি ও সামাজিক সংগঠনের নেতারা।

মরহুমার জানাজায় অংশগ্রহণ করেন মুন্সিগঞ্জ জেলা - সিরাজদিখান, টঙ্গীবাড়ি, লৌহজং ও শ্রীনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এছাড়াও অংশ নেন জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর, কেয়াইন ইউপি চেয়ারম্যান শেখ আশরাফ আলী, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ প্রমুখ। এ সময় মরহুমা রোকেয়া বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

মরহুমা রোকেয়া বেগম সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম হোসেনের স্ত্রী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনের গর্ভধারিণী মা এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুর শাশুড়ি। রোকেয়া বেগমের পিতাও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বালুচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম হোসেনের স্ত্রী মরহুমা রোকেয়া বেগম পরহেজগার মহিলা হিসেবে এলাকাবাসীর নিকট সুপরিচিত ছিলেন।

রোকেয়া বেগমের ৫ মেয়ে প্রথমজন আইনজীবী ও জনপ্রতিনিধি, দুই মেয়ে কলেজে শিক্ষকতা করছেন, একজন ডাক্তার এবং ছোট মেয়ে এখনো পড়ালেখা করছে। এছাড়াও নাতি, নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। রোকেয়া বেগম বার্ধক্য জনিত নানা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। গত কয়েক মাস ধরেই তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন। তার অবস্থার অবনতি হলে এক সপ্তাহ হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার দুপুর সোয়া দুইটায় তার মৃত্যু হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: