ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মুন্সিগঞ্জে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেখারা নামাজ আদায় 

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ ০৮:১২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ ০৮:১২

তুষার আহাম্মেদ :

সারা দেশের মতো প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত মুন্সিগঞ্জের জনজীবন। তীব্র তাপদাহে পুরছে মুন্সিগঞ্জ সহ গোটা দেশ। নেই দেখা বৃষ্টির। প্রচণ্ড গরমে হাসপাস করছে এ জনপদের মানুষ। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। ভ্যাপসা গরমের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারনে চরম দুর্ভোগ পোহাচ্ছে দিনমজুরসহ সকল শ্রেনী পেশার ও সাধারণ মানুষ। 

তাই বৃষ্টির আশায় মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর গ্রামবাসীর উদ্যোগে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন মুসল্লীরা।

সোমবার (১৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে মালিরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।  বিশেষ এ নামাজে মালিরপাথর গ্রামের প্রায় শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন মালিরপাথর নূরে মদিনা জামে মসজিদ ও মাদ্রাসার ইমাম ও খতিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।# 

 



আপনার মূল্যবান মতামত দিন: