ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হাইড্রোলিক হর্ন অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৭ ১৩:৪১

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৭ ১৩:৪১

ঢাকা মহানগরে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  বুধবার  বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রিটের শুনানিতে আগামী সাত দিনের মধ্যে হাইড্রোলিক হর্ন জাতীয় সব যন্ত্রপাতি বিক্রি ও ব্যবাহারকারী প্রতিষ্ঠানের মালামাল জব্দ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া ২৭ আগস্টের পর যদি কোনো গাড়ি রাস্তায় হাইড্রোলিক হর্ন বাজায়, তাহলে সেই গাড়িও জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

গত ২২ আগষ্ট সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ শব্দ দূষণের জন্য দায়ী বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন অপসারণে রিটটি করেন।



আপনার মূল্যবান মতামত দিন: