ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩ ০০:৩৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩ ০০:৩৫

সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। 

রোববার বেলা ১১টার দিকে জেলার বিভিন্ন হাওরে এই হতাহতের ঘটনা ঘটে। তখন ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছি। 

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ছাতক, দুজন দোয়ারাবাজার ও একজন তাহিরপুর উপজেলার বাসিন্দা। 

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এই ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের হাওরে এখন বোরো ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম চলছে। কৃষক পরিবারগুলো হাওরে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। 

রোববার বেলা ১১টার দিকে হঠাৎ করেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। আকস্মিক বজ্রপাতে হাওরে ধান কাটার সময় পৃথক স্থানে ৬ জন মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন: