ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে অটো চালকের লাশ উদ্ধার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩ ০২:২১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩ ০২:২১

নিজস্ব প্রতিনিধি :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শাহাদাৎ হাওলাদার নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে  ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়াইন ইউনয়নের রামের খোলা নামক এলাকার  ফ্লাইওভারের নীচ  থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহাদাৎ হাওলাদার (৩০) বরিশালের বানারী পাড়া উপজেলার পিইউ হাটি গ্রামের রাজিব হাওলাদারের পুত্র ।

সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে  একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত শাহাদাৎ হাওলাদার পেশায় একজন অটো চালক । নিহতের পরিবারের সাথে কথা বলে আমরা ধারনা করছি অটো ছিনতাই করে শাহাদাৎ হাওলাদারকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে অটো ছিনতাইকারীরা । নিহতের বাড়ী বরিশাল তবে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের পরিবারসহ বসবাস করত । লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । মামলার প্রস্তুতি চলছে । অটো উদ্ধার ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।



আপনার মূল্যবান মতামত দিন: