
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার দক্ষিন জরুণ এলাকায় মন্ডল গ্রুপের কটন ক্লাব বিডি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটেছ। এতে ১৫ শ্রমিক দগ্ধ হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার দিদারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্ফোরণে দগ্ধ হয়ে ১৫ জন বার্ন ইউনিটে আসে। তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: