ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: নিহত ৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৩ ২০:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ মে ২০২৩ ২০:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িছে চারজনে। আগুনের ঘটনায় আলমগীর (৩০) নামে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়েছে।  

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হয়। সকালে নিয়ন (২০) নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যায় দগ্ধ ইলিয়াস আলী। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। সর্বশেষ রূপগঞ্জের আগুনের ঘটনায় আলমগীর (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু বেড়ে হয়েছে চারজন। শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। কিশোরগঞ্জের ইটনা উপজেলার আজাদ আলীর ছেলে আলমগীর। আরো দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: