
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে মাদক-জুয়া নির্মূলে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ই মে) বিকেল ৪টায় নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের দামগাড়া গ্রামের আলহাজ্ব মোর চত্বরে উক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তার হোসেন বকুল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র শাহেরুল ইসলাম, নন্দীগ্রাম থানার সাব-ইন্সপেক্টর (বিট অফিসার) বিকাশ চক্রবর্তী, সহকারী সাব-ইন্সপেক্টর সদরুল হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহীম, মহীলা কাউন্সিলর নুরুন্নাহার মিষ্টি, মহীলা কাউন্সিলর ববিতা বেগম, সহকারী অধ্যাপক পি কে নজরুল ইসলাম, মাদক ও জুয়া নির্মূল কমিটির সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোলাইমান ইসলাম, আবু রায়হান, সদস্য সাজ্জাদুল বারী প্রমূখ।
আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মত-বিনিময় সভার সার্বিক সহযোগীতায় ছিলেন, মাদক ও জুয়া নির্মূল কমিটির সাধারন সম্পাদক ও অত্র ওয়ার্ড কাউন্সিলর আক্তারুজ্জামান উজ্জল।
আপনার মূল্যবান মতামত দিন: