
হাওর বাওর নামে পরিচিত নেত্রকোনা মদন উপজেলায় দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন মদন ইউনিয়নে মিনি কক্সবাজার উচিৎপুর পর্যটন কেন্দ্রে রেস্ট হাউজ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশ।
বর্ষার মৌসুমে বিনোদনের জন্য ঘুরতে আসা পর্যটকদের কথা চিন্তা করে নেত্রকোনা জেলা প্রশাসক ও বাংলাদেশ টুরিজম বোর্ডের অর্থায়নে কোটি টাকা ব্যয়ে নির্মিত করা হয়েছে রেস্ট হাউজ।
এ উপলক্ষে আয়োজিত রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অজ্ঞান খান মজলিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিন শাহরিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা ভূমি করর্ম কর্তা শাহা নুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মদন থানা অফিসার তদন্ত কামরুল হাসান, মদন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো খায়রুল ইসলাম আকন্দ ও প্রমূখ।
এসময় জেলা প্রশাসক বিভিন্ন বিষয় দিকনির্দেশনা দিয়ে বলেন। এখানে বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা পর্যটকরা যাতে কোন ধরনের হয়রানির, শিকার না হয় সেদিকে এলাকার সবাইকে সচেতন হতে হবে, পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে দিকে লক্ষ্য রাখতে নির্দেশ প্রদান করেন।
আপনার মূল্যবান মতামত দিন: