ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কক্সবাজারে ৩৩ টি রোহিঙ্গা ক্যাম্প ঝুঁকিপূর্ণ ঘোষণা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৩ ১৯:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৩ ১৯:৫৫

শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পেই ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে।  এসব ক্যাম্পে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করে আসছে।

তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে পাঁচ হাজারের স্বেচ্ছাসেবক।  ঘূর্ণিঝড় আঘাত হানলে পাহাড়ের ওপরে ও পাদদেশে যারা ঝুঁকি নিয়ে বসবাস করছে, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেবেন স্বেচ্ছাসেবকরা। 

শনিবার সাড়ে ১১টায় অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পেই ঝুঁকিপূর্ণ বিবেচনায় আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।  যেহেতু ক্যাম্পর ১০ লাখের বেশি রোহিঙ্গার বসবাস, তাই এতগুলো মানুষ সরিয়ে নেওয়ার মতো ব্যবস্থা আসলে নেই।

তবে ‘রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।  পাশাপাশি ক্যাম্পে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ মজবুত সেন্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: