
লৌহজং প্রতিনিধি:
"আর নয় অধিগ্রহণ, অন্যত্র চাই পরিবর্তন" এবং "বাপ-দাদার জমি ছাড়বো না, অধিগ্রহণ মানবো না" এসব স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজংয়ে নতুন করে জমি অধিগ্রহণ না করার দাবিতে আলোচনাসভা ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জমির মালিকসহ এলাকাবাসী। আজ শনিবার বিকেল ৫টায় উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন গোল চত্বর সংলগ্ন মাঠে এই আলোচনাসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ইতিপূর্বে পদ্মাসেতু, রেল লাইন, সেনানিবাসসহ ওয়াসার জন্য জমি অধিগ্রহণে মেদিনীমণ্ডল গ্রামবাসী অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত। এইভাবে ধাপে ধাপে জমি অধিগ্রহণ হলে মেদিনীমণ্ডলবাসীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মেদিনীমন্ডল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী খান পরিবারসহ বিভিন্ন বংশের প্রায় ১২/১৫ হাজার মানুষ যুগযুগ ধরে এই এলাকায় বসবাস করছে। যাদের আবাসন স্থান ও ফসলি জমিও কম। তাদের জমিও এখানে অপ্রতুল। পূর্বের অধিগ্রহণকৃত পরিবারগুলো একত্রে বসবাস করতে বাড়ি তৈরির জন্য নাল জমিতে বালু ভরাট করছে।
তারা আরো বলেন, পদ্মাসেতু উত্তর থানাধীন উত্তর মেদিনীমণ্ডল এলাকায় মুক্তিযোদ্ধা প্যানারোমা কমপ্লেক্স নির্মাণের জন্য প্রায় একশ একর জমি নতুন করে অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। বসতিপূর্ণ এলাকার আর কোনো জমি দেয়া যাবে না। আমরা আমাদের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত জন্মভিটা আর ছাড়ব না।
জানা যায়, মেদিনীমণ্ডলে মুক্তিযোদ্ধাদের জন্য একটি প্যানারোমা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য পদ্মা সেতু উত্তর থানার উল্টো দিকে পশ্চিম পাশের জায়গাটি নির্বাচন করেছে।এতে প্রায় একশ এককর জমি অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছে। যার প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রকল্পটি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। #
আপনার মূল্যবান মতামত দিন: