ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না: রিঙ্কু সিং

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৩ ০২:১৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৩ ০২:১৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর থেকে বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে দলটির একমাত্র প্রাপ্তি বলা যায় রিঙ্কু সিংকে। কলকাতাকে একাই টেনেছেন এই বাঁহাতি ব্যাটার। ১৪ ম্যাচে ১৪৯.৪২ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন তিনি।

৩১টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ২৯টি ছক্কা। প্রায় হারা ম্যাচও জিতিয়েছেন রিঙ্কু। এমন পারফরম্যান্সের পরও ভারতীয় জাতীয় দলে খেলা নিয়ে ভাবছেন না তিনি।

শনিবার রাতে ইডেন গার্ডেনসে লখনউয়ের বিপক্ষে ম্যাচে শেষ ওভারে ২১ রান দরকার ছিল কলকাতার ম্যাচটি কেকেআর হেরেছে ১ রানে। ম্যাচের পর সাংবাদিকদের রিঙ্কু বলেন, ‘পাঁচ বলে ছয়ের কথা মাথায় ছিল। আমি খুব চিন্তিত ছিলাম না। ভেবেছিলাম যে আমি আমার মতো মারব।শেষ ওভারে আমাদের দরকার ছিল ২১ রান। আমি একটি বল মিস করেছি। না হলে আমরাই জিততাম।’

ভারতীয় দলে খেলার ব্যাপারে রিঙ্কু বলেন, ‘যখন এই রকম ভালো মৌসুম কাটে, তখন সত্যিই খুব ভালো লাগে। আমি ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না



আপনার মূল্যবান মতামত দিন: