ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ইনজুরিতে পড়লেন পেসার ওলি রবিনসন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৩ ০২:২৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৩ ০২:২৬

জেমস অ্যান্ডারসন এবং জোফরা আর্চারের পর ইনজুরিতে আক্রান্ত হলেন ইংল্যান্ডের ডানহাতি পেসার ওলি রবিনসন। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য অ্যাশেজের আগে যা ইংল্যান্ডের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিল। গ্ল্যামরগনের বিপক্ষে সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সময় অ্যাংকেলে চোট পেয়েছেন ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য হয়ে ওঠা রবিনসন।

জানা গেছে, রবিনসন গত শনিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচের তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন।

তবে অ্যাংকেলে ব্যথা অনুভব করায় আট ওভারের বেশি বল করেননি। মধ্যাহ্নবিরতির পর তিনি আর মাঠে নামেননি। সাসেক্সের কোচ পল ফারব্রেস জানিয়েছেন, আগামীকাল সোমবার রবিনসনের স্ক্যান করানো হবে। এরপর জানা যাবে, ইনজুরি কতটা গুরুতর।



আপনার মূল্যবান মতামত দিন: