ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

এশিয়াতে খেলতে আসবে আর্জেন্টিনা দল

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৩ ১৭:০৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৩ ১৭:০৭

লিওনেল মেসির আর্জেন্টিনা বাংলাদেশে খেলতে আসবে, এমন আলোচনা কিছুদিন আগেও ছিল। সম্প্রতি বাফুফে জানিয়ে দিয়েছে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আনা আপাতত সম্ভব নয়। বাংলাদেশে না এলেও এশিয়াতেই খেলতে আসছে আর্জেন্টিনা দল। চীন ও ইন্দোনেশিয়ায় সফর করবে তারা।

চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচের নেতৃত্বে থাকবেন কিংবদন্তি লিওনেল মেসি। চীনে আর্জেন্টিনার দূতাবাস কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে পোস্ট করে মেসির সফরের কথা নিশ্চিত করেছে, ‘জুনের ১৫ তারিখ লিওনেল মেসি অস্ট্রেলিয়ার বিপক্ষে বেইজিংয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন।’কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেও মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার জন্যই চীন ও ইন্দোনেশিয়ায় খেলতে যাচ্ছে দলটি। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব।



আপনার মূল্যবান মতামত দিন: