odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

গাজীপুরে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ May ২০২৩ ১৬:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ May ২০২৩ ১৬:১০

গাজীপুর সিটিতে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল। একই সঙ্গে বুধবার রাত থেকে বন্ধ হচ্ছে ভারী যানবাহনও। গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের জন্য এ নিষেধাজ্ঞা দিয়েছে জিএমপি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে ২৪ মে রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত যেকোনো ধরনের ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: