কিন্তু দায়িত্ব ছাড়ার ব্যাপারে ছোটন বলেছেন,'মানসিক অশান্তি নিয়ে কাজ করা যায় না। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও নানান কথা শুনতে হয়। এভাবে কাজ করা যায় না। আগামী ৩১ মের পর থেকে আমি আর দায়িত্বে থাকছি না।

হঠাৎ করেই বাংলাদেশ নারী ফুটবলারদের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গোলাম রব্বানী ছোটন। 'মানসিক অশান্তির' জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেশের নারী ফুটবল জাগরণের নায়ক।
আগামী ৩১ মের পর থেকে আর বাফুফের মহিলা দলের দায়িত্বে না থাকার কথা নিশ্চিত করেছেন ছোটন।
আপনার মূল্যবান মতামত দিন: