
জয়ের সুবাস ছড়িয়েও পরাজয় ঠেকাতে পারলো না টাইগাররা। দ্বিতীয় চার দিনের ম্যাচে লড়াই জমিয়ে তুলেও ওয়েস্ট ইন্ডিজ এ দলের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ এ দল।
অথচ তৃতীয় দিন শেষে স্বস্তিতেই ছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শেষ করেছিল তারা। কিন্তু চতুর্থদিন শেষে ২৯৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যা মাত্র ৭ উইকেট হারিয়েই জিতে যায় উইন্ডিজ 'এ' দল।
সিরিজের প্রথম ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। তাই শেষ ম্যাচটা তাদের সিরিজ নির্ধারণী হলেও স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।
আপনার মূল্যবান মতামত দিন: