ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৩ ১৮:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ জুন ২০২৩ ১৮:৪৬

ঢাকা-১৭ আসনে মাত্র পাঁচ মাসের জন্য এমপি হতে প্রার্থীর ছড়াছড়ি। ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ১৭ জুলাই হবে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোট।

চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে শূন্য হওয়া আসনে নির্বাচিত সংসদ-সদস্য সময় পাচ্ছেন মাত্র পাঁচ মাস। আর সংসদে বসার সুযোগ পাবেন আরও কম। এত কম সময়ের জন্য হলেও ঢাকার গুরুত্বপূর্ণ এ আসনে সংসদ-সদস্য হতে প্রার্থীর ছড়াছড়ি।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, এমনকি বিনোদনজগতের এক ডজনের বেশি প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছেন। তদবিরে যাচ্ছেন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাসা ও অফিসে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা কৌশলে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: