
চলমান বিদ্যুৎ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে ১৫-২০ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে ঢাবির সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজিত ‘ব্লু ইকোনমির সম্ভাবনা’ সেমিনারে অংশ নেওয়ার পর এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বিশ্বমন্দার প্রেক্ষাপটে ও যুদ্ধের প্রেক্ষাপটে সাময়িক অসুবিধা হচ্ছে। এই সমস্যার জন্য আমরা দুঃখিত। আগামী ১৫-২০ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
আপনার মূল্যবান মতামত দিন: