ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মুন্সিগঞ্জে বেশী দামে চার্জার ফ্যান বিক্রি, দুই দোকানীকে জরিমানা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ জুন ২০২৩ ০৫:২৫

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ জুন ২০২৩ ০৫:২৫

নিজস্ব প্রতিনিধ:

বেশী দামে বৈদ্যুতিক চার্জার ফ্যান বিক্রির অপরাধে মুন্সিগঞ্জ শহরের দুই দোকানীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (১১জুন)  বিকেল ৩ টার দিকে শহরের পৌর মার্কেটে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। এ সময় পৌর মার্কেটের বিক্রমপুর ইলেক্ট্রনিক্স ও বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্সকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

মো. আব্দুস সালাম জানান, পৌর মার্কেটের বিক্রমপুর ইলেক্ট্রনিক্সে ১২ ইঞ্চির একটি চার্জার ফ্যান ৬ হাজার ২০০ টাকায় বিক্রি করে। অথচ চার্জার ফ্যানটির প্রকৃত দাম ৩ হাজার ৮০০ টাকা।  একই মার্কেটের বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্স ২৪ ইঞ্চির একটি চার্জার ফ্যান ৮ হাজার ২০০ টাকায় বিক্রি করে। ফ্যানটির প্রকৃত দাম ৬ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় ওই দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা। অভিযানে সহযোগিতা করে সদর আনসার ব্যাটেলিয়ান সদস্যরা।



আপনার মূল্যবান মতামত দিন: