ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবসে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন

odhikarpatra | প্রকাশিত: ১২ জুন ২০২৩ ০৬:৩০

odhikarpatra
প্রকাশিত: ১২ জুন ২০২৩ ০৬:৩০

২৯ জ্যৈষ্ঠ ১৪৩০, ১২ জুন ২০২৩ : গতকাল  মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু-কন্যা, জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবসে তাঁকে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক। আজ এক যুক্ত-বিবৃতিতে তাঁরা বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই তারিখে তখনকার তত্ত্বাবধায়ক সরকার তাঁর নামে কল্পিত অভিযোগে তাঁকে সুধাসদন থেকে গ্রেফতার করে বিশেষ জেলে অন্যায়ভাবে দীর্ঘ ১১ মাস কারাবন্দী করে রাখে। দেশব্যাপী গড়ে ওঠা প্রবল প্রতিবাদী গণ-আন্দোলনের মুখে ২০০৮ সালের ১১ জুন তাঁকে জামিনে মুক্তি দিতে বাধ্য হয় সেই সরকার। এরপর সেই বছরের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে তিনি বিপুলভাবে বিজয়ী হয়ে জনগণের সরকার গঠন করেন। তাঁর সেই সময়কার অকুতোভয় সাহসী ভূমিকার কারণে দেশ গণতন্ত্র ফিরে পায় এবং আজ এক অভূতপূর্ব উন্নয়নের সড়ক ধরে তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এজন্য তাঁকে অভিনন্দন জানাই। উন্নয়নের পথে তাঁর এই অভিযাত্রা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকুক এই কামনা করি।



আপনার মূল্যবান মতামত দিন: