ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষ: নিহত ৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৩ ১৩:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৩ ১৩:৩৬

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি পিকআপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজন নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং দুজনকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো সাতজন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবিবার রাত ৯টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, এ ঘটনায় আমরা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আর সাকিব নামের আরেকজনের মৃত্যুর বিষয়ে জেনেছি, তবে আমরা লাশ না পাওয়ায় বিষয়টি নিশ্চিত নই।’

 



আপনার মূল্যবান মতামত দিন: