ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৩ ১৯:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৩ ১৯:৩৩

বহুলপ্রত্যাশিত কক্সবাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি লক্ষনীয়।

এ নির্বাচনে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাসেদুল হক ওরফে রাশেদের মধ্যে। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর দলীয় মেয়র প্রার্থী নেই।

মাঠে থাকা পাঁচ প্রার্থীর মধে অপর তিন মেয়র প্রার্থী হলেন- জগদীশ বড়ুয়া (হেলমেট প্রতীক), জোসনা হক (মোবাইল ফোন প্রতীক) ও মো. জাহেদুর রহমান (হাতপাখা প্রতীক)। জোসনা হক নারিকেল প্রতীক মাসেদুল হক রাশেদের স্ত্রী এবং তিনি শুরু থেকে স্বামী নারিকেল গাছের পক্ষে প্রচার চালিয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: