ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ডোমারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা, সদস‍্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ০৩:৫৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ০৩:৫৯

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা,সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ই জুন) সন্ধ্যা ৭ টার সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ডোমার উপজেলা শাখার পাংগা মটুকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সুমন রেয়াজীর সভাপতিত্বে সদস‍্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নীলফামারী জেলা শাখার সভাপতি কামরুজ্জামান কামরুল বিশেষ কারনে অনুপস্থিত থাকায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীপক চক্রবর্তী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ডোমার উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ ডোমার উপজেলা শাখার সহসভাপতি নুরআমিন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নীলফামারী জেলা শাখার সহসভাপতি আশরাফুল ইসলাম জুয়েল,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ডোমার উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবীম ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ,পাংগামটুকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,পার্শবর্তী ডিমলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস‍্যসচীব বাবু উওম কুমার রায়,প্রধান শিক্ষক বাবু তরণী কান্ত রায়সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পাংগা মটুকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস‍্যসচিব মোঃ সেলিম রেজা।



আপনার মূল্যবান মতামত দিন: