ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বোল্ডার গরুসহ গ্রেপ্তার-২

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ০৫:৫০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ০৫:৫০

আমির হোসেন:

ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তবর্তী কাঁটা তার অতিক্রম করে ভারতীয় বোল্ডার গরু আনার সময় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ দুইটি বোল্ডার গরুসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স মঙ্গলবার ভোর সকালে উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের হরিমঙ্গল-বাগড়া বাজারের মল্লিকাদিঘী পাকা রাস্তার উপর থেকে ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তবর্তী কাঁটা তার অতিক্রম করে ভারতীয় বোল্ডার গরু আনার সময় দুইটি ভারতীয় বোল্ডার গরুসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- বাগড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আল-আমিন (৩৩) ও একই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ রাশেদ (৩৫). একইদিন সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: