
নেত্রকোনার জেলার মোহনগঞ্জে স্কুলের জানালা বিক্রি করার সময় হাতেনাতে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
বুধবার (১৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে, মঙ্গলবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার একটি ভাঙারি দোকান থেকে তাদের আটক করা হয়। এ সময় জানালাগুলো পরিবহনে ব্যবহৃত একটি মিশুক গাড়ি জব্দ করা হয়।
আটকরা হলেন, পৌরশহরের নওহাল এলাকায় বসবাসকারী বরুংকা গ্রামের মৃত আবু তালেব রতনের ছেলে শামিউন শেখ সৈকত (২০) ও পানুর (নামপাড়া) গ্রামের আলী আহমদের ছেলে নয়ন (২০)। তাদের পালিয়ে যাওয়া সহযোগী হলো- পৌরশহরের নওহাল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফাহাদ (১৯)।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় করা মামলায় ওই দুইজনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া তাদের সহযোগী ফাহাদকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: