ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কসবায় অবৈধভাবে চিনি পাচারে ৪ জন আটক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৩ ০০:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৩ ০০:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ আজ শুক্রবার দুপুরে চালানো এক অভিযানে একটি কাভার্ড ভ্যান ও দুটি পিকআপ থেকে ১০ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার হয়েছে।

উপজেলার কুটি কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কসবার রানীয়ারা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মাসুম পারভেজ (৩২), কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে টিপু সরকার (৩০) ও মৃত খোকন মিয়ার ছেলে মামুন মিয়া (২৫) এবং বরিশালের গৌরনদী উপজেলার দয়াসুর গ্রামের মৃত শাহজাহার সরদারের ছেলে সোহাগ সরদার (২৫)।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা চিনি পাচার হচ্ছে, এমন খবরে কুটি কাঠেরপুল এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ও দুইটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২১৮ বস্তাভর্তি চিনি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: