ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সিইসির পদত্যাগের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৩ ০১:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৩ ০১:০৬

রবিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমসহ নেতা-কর্মীদের ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

এক‌ই সঙ্গে  প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। আজ শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, ভোটের অধিকারের জন্য বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি।

তারা বলেন, বরিশাল সিটিতে সাজানো নির্বাচন করে সিইসি প্রমাণ করেছেন দেশে নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ নেই। বর্তমান সিইসি নৈতিকভাবে দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: