ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কলমাকান্দায় মাদকসহ ৪ জন আটক

নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ১৭ জুন ২০২৩ ২২:৩১

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুন ২০২৩ ২২:৩১

নেত্রকোনার কলমাকান্দায় ১২৫ পিস নেশার ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) রাতে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের শিবিরের পেছনে একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের নেশার ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন কলমাকান্দা সদর ইউনিয়ন শিবির এলাকার নির্মল চন্দ্র দাস (৩০), একই ইউনিয়নের মুক্তিচর এলাকার মোহাম্মদ বাপ্পি খান (৩৪) ও মো. মাসুদ মিয়া (৩২) এবং চান্দুয়াইল গ্রামের মো. নয়ন মিয়া (৩৫)।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কলমাকান্দা সদর ইউনিয়নে নির্মলের বসতঘরে এ অভিযান পরিচালনা করে চার ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে শনিবার দুপুরে জেলা আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: