ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তানোরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি | প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ০৫:৪৫

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ০৫:৪৫

রাজশাহীর তানোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান"জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ১৮ জুন তানোর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন (প্রতিনিধি) তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ বলেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর সহকারী ভূমি কমিশনার আবিদা জান্নাত,তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমূখ সহ তানোর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: