
রাজশাহীর তানোরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কলমা ইউনিয়নের নেতাকর্মীদের আয়োজনে মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯জুন) দুপুরে উপজেলার চাঁন্দুড়িয়া নাইস গার্ডেনে ইউপি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও কলমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার আবু সাঈদের উদ্যোগে নেতাকর্মীদের মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান।
এছাড়াও কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান,আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, ওয়ার্ড মেম্বার নাজিমুদ্দিন, কলমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, কলমা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাইমুর রহমান সজীব প্রমূখ সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: