
নিজস্ব প্রতিবেদক:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই সহোদয়ের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেলো (৬৫)বয়সের এক বৃদ্ধ প্রতিবেশীর।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আকবর আলী (৬৫) পুরান ভাষানচর এলাকার মৃত নরম আলীর পুত্র।
ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. আজগর হোসেন জানান, মঙ্গলবার সকালে পুরান ভাষান চর এলাকায় মৃত বিল্লাত আলীর দুই পুত্র হক মিয়া (৬০) ও মো.কাদের আলী (৬৫) এর সাথে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারি হয়। এ সময় প্রতিবেশী আরব আলী থামাতে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে। প্রতিবেশীরা দ্রুত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্ঠা অব্যাহত আছে।
আপনার মূল্যবান মতামত দিন: