ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাজশাহীর ৩ মেয়রপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ জুন ২০২৩ ২০:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৩ ২০:৪০

রাজশাহী সিটি নির্বাচনে চার মেয়রপ্রার্থীর মধ্যে বিজয়ী আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ছাড়া বাকি তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। 

যাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে, তারা হলেন— ইসলামী আন্দোলনের হাতপাখার মেয়রপ্রার্থী মুরশিদ আলম, জাকের পার্টির গোলাপ ফুলের প্রার্থী লতিফ আনোয়ার ও জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের। 

রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসেন আরও জানান, কোনো প্রার্থী মোট কাউন্টিং বা পড়া ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। সে ক্ষেত্রে বিজয়ী লিটন ছাড়া বাকি তিন মেয়রপ্রার্থীর কেউ ন্যূনতম ২৪ হাজার ৪৬৯ ভোট পাননি। ফলে নির্বাচনি বিধি অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: