odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

কোপা আমেরিকা শুরুর দিনক্ষণ ঘোষণা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৩ June ২০২৩ ০০:০৯

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৩ June ২০২৩ ০০:০৯

বাংলাদেশসহ বিশ্বের আর্জেন্টিনা সমর্থকরা এখনো কাতার বিশ্বকাপের রোমাঞ্চই ভুলতে পারেননি, এর মাঝেই বেজে উঠছে কোপা আমেরিকার দামামা। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এই আসর। এবার কোপা আমেরিকার শুরুর দিনক্ষণ ঘোষণা করল দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। আগামী বছরের ২০ জুন থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ১৪ জুলাই পর্যন্ত। 

এক বিবৃতিতে কনমেবল নিশ্চিত করেছে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার মোট ১০টি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। এ ছাড়া আরো ছয়টি দেশ কনকাকাফ থেকে অতিথি হিসেবে এই টুর্নামেন্টে খেলতে যাবে। অর্থাৎ ১৬ দল নিয়ে আগামী বছরের কোপ আমেরিকা আসর অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: