
ডেক্স নিউজ:
মুন্সিগঞ্জ শহরে পুলিশের কনস্টেবলকে মারধর করার অভিযোগ ওঠেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা আপন দাস (২৭) ও তার লোকজনের বিরুদ্ধে। গত বুধবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে শহরের মালপাড়া এলাকা সংলগ্ন প্রধান বাজার সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত সোয়া ৯টার দিকে পুলিশ ব্যূরো অব ইনভেস্টিগেশন তথা পিবিআইতে কর্মরত কনস্টেবল কামরুল হাসান (২৬) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাস মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের ভাতিজা। ১৯৯৬ সালে জন্ম গ্রহণকারী সাবেক ছাত্রলীগ নেতা ও এমপির ভাতিজা আপন দাসের জন্মদিনের রাতে ওই ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার দিনভর টক অব দ্যা টাউনে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের পাশে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন সাদা পোশাকের পুলিশের কনস্টেবল। ৪-৫ টি মোটরসাইকেল নিয়ে ওই সড়কে যাচ্ছিলো বেশ কয়েকজন তরুণ-যুবক। এ সময় সড়কে যানজট দেখা দিলে সাদা পোশাকের পুলিশের সদস্যকে মোটর সাইকেল দাঁড় করানোর কারণে শাসাতে থাকে তারা। এতে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে মারধর করা হয় পুলিশ সদস্যকে।
পিবিআই কনস্টেবল কামরুল হাসান জানান, শহরের প্রধান বাজার এলাকায় সড়কের পাশে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রং সাইডে দিয়ে ৪-৫ টি মোটরসাইকেল যাচ্ছিলো। পরে তারা মোটর সাইকেল থেকে নেমে তাকে শাসায়। প্রতি উত্তরে উল্টোপথে মোটর সাইকেল চালাচ্ছেন কেন-প্রশ্ন করতেই ওই তরুণ-যুবকরা তাকে চড় থাপ্পড় মারে। এ সময় তিনি পিবিআইতে পুলিশের সদস্য হিসেবে কর্মরত আছেন বলে পরিচয় দিলেও তার রেহাই হয়নি। উল্টো ক্ষিপ্ত হয়ে আরও মারধর করেন।
তিনি দাবী করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের ভাতিজা আপন দাসই মারধর করে।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে শহরের উপকণ্ঠ নতুনগাঁও গ্রামের পিবিআই কার্যালয়ে পুলিশ সুপার আনোয়ারুল হকের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। এ সময় তিনি জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত এ নিয়ে সংবাদ করার মতো কিছু হয়নি। তবে তিনি বলেন, ঘটনাটি নিয়ে আমার পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেছি। অপর পক্ষেরও তো কথা রয়েছে। ঘটনাটি আরও জানতে হবে।
এ ব্যাপারে সংসদ সদস্যের ভাতিজা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আপন দাস দেশ রূপান্তরকে বলেন, ভুল বোঝাবুঝি হয়েছে। আর ভুলের কারণে সামান্য কথা কাটাকাটি হয়েছে। তাছাড়া আমরা তাকে চিনতে পারিনি।
আপনার মূল্যবান মতামত দিন: