ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বসুন্ধরা কিংসকে ফিফা প্রেসিডেন্টের অভিনন্দন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ১৭:৪৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ১৭:৪৫

প্রিমিয়ার লিগ জেতায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। গত ২১ জুন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে একটি চিঠি পাঠানো হয় ফিফা থেকে। যেখানে বসুন্ধরা কিংসের ভূয়সী প্রশংসা করেন ইনফান্তিনো।

চিঠিতে ফিফা প্রেসিডেন্ট লিখেছেন, ‘২০২২-২৩ মৌসুমে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে জানাই আন্তরিক অভিনন্দন।

পুরো দলের কঠোর পরিশ্রম, প্যাশন ও নিষ্ঠা না থাকলে এই শিরোপা অর্জন হতো না। সবাই এ নিয়ে গর্বিত হতে পারে। এই অসাধারণ অর্জনের সঙ্গে জড়িত সবাইকে আমার অভিনন্দন জানাবেন। 

দেশের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ জিতেছে বসুন্ধরা কিংস। 



আপনার মূল্যবান মতামত দিন: