ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

একই দিনে অনুশীলনে চোট পেলেন তিন ক্রিকেটার

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ১৮:০৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ১৮:০৬

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলের তিন ওপেনার একই দিনে চোট পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সিরিজ উপলক্ষে মিরপুর শেরেবাংলায় আয়োজিত অনুশীলন ক্যাম্পে ঘটেছে এ ঘটনা।

অধিনায়ক তামিম ইকবালের পুরনো চোট মাথাচাড়া দিয়ে উঠেছে। এ ছাড়া লিটন কুমার দাস আর নাঈম শেখও চোট পেয়েছেন অনুশীলনে।

পিঠের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম ইকবাল। সেই চোট অবশ্য অনেকটাই সেরে গিয়েছিল। কিন্তু গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলনের সময় পিঠে ব্যথা পান তামিম। তাকে পিঠে হাত দিয়ে মাঠ ছেড়ে চলে যেতে দেখা যায়।

এদিকে ব্যাটিং করার সময় চোট পেয়েছেন অন্য দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। দলীয় সূত্র অবশ্য জানিয়েছে, এই দুজনের চোট গুরুতর নয়। 


আপনার মূল্যবান মতামত দিন: