
জয়ের স্বপ্ন তো আগেই ছিলো না, তবে পয়েন্টের ভাগও নিতে পারলো না বাংলাদেশ। প্রথমার্ধে আটকে দিলেও দ্বিতীয়ার্ধে আর বেঁধে রাখা গেলো না লেবাননকে। হার দিয়েই সাফ মিশন শুরু করলো টাইগাররা। হেরেছে ২-০ গোলে।
বৃহস্পতিবারের মুখোমুখিতে লেবানন শক্তিতে ঢের এগিয়ে ছিল, যার প্রমাণ আছে র্যাঙ্কিংয়ে। বাংলাদেশ থেকে ৯৬ ধাপ এগিয়ে। তবুও পয়েন্ট ভাগের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ভাগ্য সহায় হলে ড্র না, জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ। ভিন্ন হতো ম্যাচের ফল। তবে শেষ পর্যন্ত সুযোগ মিসের মাশুল দিতে হলো দলকে।
অবশ্য নিজেদের উদ্দেশ্য পূরণে শুরুর দিকে বেশ সাবধানীই ছিল বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রায় ৮০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল লেবাননকে। তবে এর পর আচমকাই খেই হারাল ডিফেন্ডাররা, আর তাতেই ফসকে গেলো ম্যাচ।
আপনার মূল্যবান মতামত দিন: