ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কলমাকান্দায় প্রাইভেটকারে মদ পরিবহন: আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ২১:১৮

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২৩ ২১:১৮

নেত্রকোনার কলমাকান্দায় প্রাইভেটকারে করে মদ নিয়ে যাওয়ার সময় ৬০ বোতলসহ তিন তরুণকে আটক করেছে পুলিশ। এসময় মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

শুক্রবার (২৩ জুন) সকাল ৮টায় কলমাকান্দা উপজেলা সদরের সীমান্ত সড়কের চানপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—গাজীপুরের কাঁপাসিয়া উপজেলার বানার হাওলা গ্রামের কার্তিক সরকারের ছেলে রনি সরকার (২০)ও একই জেলার শ্রীপুর উপজেলার নারায়ণপুর গ্রামে মো.সেলিম হোসেনের ছেলে মো. আরিফ হাসান (২২) ও লতিফপুর গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে মো. শাকিল হোসেন (২২)। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: