ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শ্রীনগরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ জুন ২০২৩ ০৫:০৪

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ জুন ২০২৩ ০৫:০৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিষাক্ত সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ নাসিম (৮) নামে ওই স্কুল ছাত্র মৃত্যু বরণ করে। সে সমষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। 

স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘরের দরজার কাছে বসা অবস্থায় নাসিমের হাতে বিষধর সাপ কামড় দেয়। সাথে সাথে নাসিমের হাতের ক্ষত স্থানের উপড়ে বেধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত ৩ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়। নাসিম ব্রাক্ষ্মন পাইকসা গ্রামের মোঃ রহমতউল্লাহর ছেলে। নাসিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 



আপনার মূল্যবান মতামত দিন: