ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

গজারিয়ায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ জুন ২০২৩ ০৫:১০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ জুন ২০২৩ ০৫:১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গজারিয়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকালে ভবেরচর হাইওয়েও রেস্টুরেন্ট প্রাঙ্গনে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম সভাপতিত্বে করেন এ সময় তিনি বলেন আর কোন দাবি নাই ১ দফা ১ দাবি ফয়সাল বিপ্লবকে এমপি হিসাবে দেখতে চাই। আমিরুল ইসালম চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ, সভাপতি গজারিয়া উপজেলা আওয়ামীলীগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুন্সিগঞ্জ সদরের পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, এ সময় তিনি বলেন এই সমাবেশ থেকে আমি আমার এমপি মাহাদয়কে বলব আপনি কি করছেন না করছেন আমরা সবি জানি। যে আপনি এমন আচরন কইরেন না তাতে যেন বাংলাদেশ আওয়ামীলীগের কোন ক্ষতি হয়। বাংলাদেশ পুলিশ সরকারের একটি শক্তিশালী আঙ্গ তার সাথে এমন কোন আচরন করবেন না এমন কোন বিভাজন সৃষ্টি করবেন না তাতে যেন এই বিভাগটি আর আওয়ামী লীগ মুখোমুখি হতে হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য, হাফিজুর রহমান খান, তিনি এমপি মৃণাল কান্তি দাসকে হুঁশিয়ারি করে বললেন। আপনাকে নৌকা দিলে গাজিপুরের আজমত উল্লাহ খান এর মত নৌকার ভরা ডুবি হবে। আপনার সাথে যারা আছে তারা আপনার কাছ থেকে কোটি কোটি টাকা খাবে টাকা খেয়ে রাত ১২ টার পর মোবাইল বন্ধ করে রাখবে। মনে রাখবেন গজারিয়া থেকে আপনি ১৫ হাজার ভোট এর বেশি পাবেন না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খাঁন জিন্নাহ, ভারপ্রাপ্ত জেলা যুবলীগের সভাপতি শাহজাহান খান,
সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহাম্মদ ফরাজী সহ উপজেলা আওয়ামী সহযোগী সংগঠন,ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

সভা শেষে কেক কেটে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: