ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ক্যাম্প খুব ভালো হয়েছে : নিক পোথাস

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৫ জুন ২০২৩ ১৬:৩৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৩ ১৬:৩৩

আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করা হয়েছে বেশ আগে। ঈদের ছুটির আগে প্রস্তুতির প্রথম পর্বও শেষ হয়েছে শনিবার। তবে শুরুর এই মেয়াদে ১৫ জনের বাইরের অনেকেই ছিলেন অনুশীলনে, যা জাতীয় দলের রুটিন ওয়ার্কের সঙ্গে মেলে না।

জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস জানান তারা (যারা দলের বাইরে) যেন এটা না ভাবে যে তারা গ্রুপের (জাতীয় দলের) বাইরে। এখান থেকে আমরা বিকল্পও খুঁজে নিতে পারি। কেউ যদি চোটে পড়ে তখন যেন আমরা এমন কাউকে নিতে পারি যাকে দেখেছি। না দেখেই কাউকে ডাকতে চাই না।

তাই আমরা তাদের অনুশীলনের সেরা সুযোগ-সুবিধা দিয়ে তৈরি রাখছি যেন যেকোনো পরিস্থিতিতে সেরা বিকল্প আমরা বাছাই করে নিতে পারি।

ঈদের ছুটিতে যাওয়ার আগের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নিক, ‘ক্যাম্প খুব ভালো হয়েছে। সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে। দারুণ সুযোগ-সুবিধা। ছেলেরা যতটা সম্ভব তৈরি হয়েছে।’

 


আপনার মূল্যবান মতামত দিন: