ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তানোরে মহিলা আওয়ামী লীগের মাঝে শাড়ি বিতরণ

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি | প্রকাশিত: ২৭ জুন ২০২৩ ০১:৫৮

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুন ২০২৩ ০১:৫৮

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করছেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।

জানা গেছে, চলতি মাসের(২৫ জুন ও ২৬জুন) উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে এসব শাড়ি কাপড় বিতরণ করা হয়। এসময় শাড়ি বিতরণে উপস্থিত ছিলেন, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, তানোর পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিউলি রানী ও সাধারণ সম্পাদক নাসিমা বেগম প্রমূখ। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার বলেন, উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মহিলা নেতৃবৃন্দদের মাঝে ঈদুল আজহা'র আনন্দ ভাগাভাগি করে নিতে মাননীয় এমপি ওমর ফারুক চৌধুরীর ঐচ্ছিক তহবিল থেকে এসব শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: