ভারতের কন্ডিশনের সঙ্গে মিল থাকায় দেশেই বিশ্বকাপের ক্যাম্প করবে বাংলাদেশ। জালাল বলছিলেন, ‘এবার আমরা বাইরে কোনো ক্যাম্প করছি না। ভারতের কন্ডিশনের সঙ্গে সাদৃশ্য আছে। সেজন্য আমাদের কোথাও না গেলেও চলবে।

‘ধর্মশালায় একটু ঠাণ্ডা থাকবে। গড়ে হয়তো ২০ থেকে ২৫ ডিগ্রি থাকবে। এটা খুব একটা সমস্যা হবে না। এর চেয়েও ঠাণ্ডায় খেলে এসেছি আমরা। এটা ছাড়া বাকি যেসব ভেন্যুতে খেলা হবে, কম-বেশি একই। ওরাও ট্রপিক্যাল দেশ। আমরা সেরকম কন্ডিশনেই এখানে অনুশীলন করব। সেজন্য বাইরে গিয়ে অনুশীলন করার তেমন দরকার পড়বে না।
আপনার মূল্যবান মতামত দিন: